গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো চিকিৎসকদের কর্মবিরতি

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৫:৪৭ | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২০, ১৫:২১

গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্মরত সব চিকিৎসক দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

মঙ্গলবার সকালে গোপালগঞ্জ বিএমএর আয়োজনে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্মরত চিকিৎসক ও পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা হাসপাতাল চত্বরের সামনে অবস্থান নিয়ে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন।

গত ১৮ নভেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ১০ শয্যা বিশিষ্ট পল্লী স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার আসামি নাজিম খন্দকারের বিচারের দাবিতে কর্মবিরতি পালন করা হয়।

এ সময় বক্তব্য দেন বিএমএ সভাপতি মইন উদ্দিন, বিএমএ সাধারণ সম্পাদক ডা. হূমায়ুন কবির, সহকারী অধ্যক্ষ (শিশু বিভাগ) আব্দুল্লাহ আল মাহামুদ, ডা. আহম্মদুল কবিরসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :