পাকিস্তানের অধিনায়ক ধোনি!

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০, ১১:১৩
অ- অ+

ভারত-পাকিস্তান সম্পর্ক না বললেও সকলের জানা। দুই দেশের সাধারণ সম্পর্কের মতো খেলার ক্ষেত্রেও একই অবস্থা বিরাজ করছে। ক্রিকেটারদের মধ্যে বাক-বিতণ্ডার চিত্র প্রায়ই সামনে আসে। এমন অবস্থায় পাকিস্তানের অধিনায়ক হিসেবে দেখা যাচ্ছে ভারতের সর্বকালের সেরা অধিনায়কের দাবিদার মহেন্দ্র সিং ধোনিকে।

তবে বাস্তবে নয় গুগলে 'পাকিস্তান অধিনায়ক' লিখে সার্চ দিলেই আসছে ধোনির নাম। এটি দেখেই চমকে গিয়েছেন অনেকে। ভারতে এরই মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

কেন পাকিস্তান অধিনায়কের নাম লিখলে ধোনির নাম দেখাচ্ছে তা নিয়ে এখনো অবধি গুগলের তরফে কিছু জানানো হয়নি। এর আগেও বহু বার এমন একাধিক কাণ্ড ঘটেছে গুগলে। ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ এর তালিকায় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। এবার বদলে গেল পাকিস্তান অধিনায়কের নাম।

এই মুহূর্তে পাকিস্তান দল রয়েছে নিউজিল্যান্ডে, তাদের অধিনায়ক বাবর আজমের সঙ্গে। সেখানে করোনা আক্রান্ত তাদের ৭ ক্রিকেটার। সেখানে খেলা শেষ না হতেই দেশে ফিরে আসতে হতে পারে তাদের।

ঢাকা টাইমস/২৯নভেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা