রবির কর্পোরেট গ্রাহক হলো রূপালী ব্যাংক

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ০৯:৪৭
অ- অ+

দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবির কর্পোরেট সল্যুশন গ্রহণ করল রূপালী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি কোম্পানি দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় রূপালী ব্যাংকের কর্মীরা দেশজুড়ে বিস্তৃত রবির ৪জি নেটওয়ার্কে কর্পোরেট সল্যুশনস’র আওতায় বিশেষ কল রেট, বিশেষ ডাটা বান্ডেল প্যাক এবং বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করতে পারবেন।

রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল এবং রূপালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রহমত উল্লাহ সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন। এ সময় রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। চুক্তি সাক্ষর অনুষ্ঠানটি রুপালি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস’র জেনারেল ম্যানেজার মোস্তাফা কামাল ইউসুফ, কি অ্যাকাউন্ট ম্যানেজার মো. মোজাহিদুল ইসলাম ও সালওয়া ইসলাম এবং রূপালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা