জয়পুরহাটে অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:১১

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ২০ অসহায় ও বেকার দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার,জেলা প্রশাসক শরীফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল মন্ডল, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান মিঠু, আব্দুর রহিম স্বাধীন প্রমুখ।

সেলাই মেশিন পেয়ে ক্ষেতলাল উপজেলার এই ২০ নারী কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদের একজন আলেয়া বেগম বলেন, অভাব- অনটনের সংসারে তেমন কোনো ভূমিকা রাখতে পারতাম না। এখন থেকে আমি সংসারে আয় রোজগারের ভূমিকা রাখতে পারব।

রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।

ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :