চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুজনের জেল-জরিমানা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২১, ১৮:২৩

দিনাজপুরের চিরিরবন্দরে বসতভিটার পাশে অন্যায়ভাবে মাটি খনন করায় একজনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপরদিকে অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রির দায়ে মরিঙ্গ নামে এক প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, চিরিরবন্দর উপজেলা স্টেশন রোডের মরিঙ্গ নামে প্রতিষ্ঠানের মালিক মো. শামীম হোসেনকে অনুমোদনহীন বিদেশি ঔষুধ বিক্রির অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা এবং সাইতাড়া ইউনিয়নের খোচনা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে এন্তাজুল হককে নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়ির পাশে মাটি খননের দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :