ক্ষমা চাইলেন নোবেল, চাইলেন ভালোবাসা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২১, ১৬:১৫| আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১২:৩০
অ- অ+

কলকাতার ‌‘সা রা গা মা’ খ্যাত বাংলাদেমি গায়ক মাইনুল আহসান নোবেল গত সোমবার মধ্যরাতে হঠাৎই গান ছাড়ার ঘোষণা দিয়ে একটি পোস্ট দিয়েছিলেন ফেসবুকে। পরে পোস্টটি তিনি মুছেও ফেলেন। তবে আজ শনিবার ক্ষমা চেয়ে আবারও ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি আরও একবার সব কিছু নতুন করে শুরু করার সুযোগ চেয়েছেন।

নোবেল লিখেছেন, ‘এত যে হেটার্স হেটার্স করো! আসলে এরা কারা? দিন শেষে সাউন্ডটেক চ্যানেল হোক, আর নোবেল ম্যান চ্যানেল হোক, এরা আমার গান কিন্তু টুকটাক শোনে। সেই অধিকারের জায়গা থেকে একটা আবদার করি, ভাই-বোন-মা-বাবা, বাদ দাও না এবার। তোমরা আমার শ্রোতা, আমার কলিজা তোমরা। তোমাদের কারনেই আমি নোবেল। তোমাদের ছাড়া আমি কিছুই না। কিচ্ছুনা! জিরো! জাস্ট জিরো!’

তিনি আরও লেখেন, ‘ভুলের উর্ধ্বে কেউই না। কিন্তু ক্ষমা কি মহৎ গুণ নয়? আমি জানি আমার মত দু-চারটা নোবেল না থাকলে সংগীত জগতের কিচ্ছু আসবে যাবে না। তবে আরেকটা সুযোগ চাই। বিশ্বাস রাখো, আমার কাছে বাংলা গানকে দেবার মত কিছু হলেও আছে। তবে কি এবার ঘৃণার সাগরের স্নানটা শেষ করে একটু ভালোবাসা দেয়া যায় না? আর কিচ্ছু চাই না আমি, একটু ভালোবাসা ছাড়া। আর কত কষ্ট দিবা? আমিও তো মানুষ।’

ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এলএম/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা