বাকৃবিতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২১, ১৭:৩৯
অ- অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য নয় দিনব্যাপী ‘ট্রেনিং অন প্যান্ডেমিক পিরিয়ড জার্নালিজম অ্যান্ড ফিউচার অ্যাগ্রিকালচার’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) আয়োজনে শ্রেণিকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়।

নয় দিনের কর্মশালায় বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় কর্মরত বাকৃবি সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সদস্য ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের দুজন কর্মকর্তাসহ মোট ২০ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় নয় দিনব্যাপী দেশের বিভিন্ন খ্যাতিমান সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক প্রশিক্ষণ দেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মোকবুল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইএফএসের পরিচালক অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি। সঞ্চালক ছিলেন কর্মশালার কোর্স কো-অর্ডিনেটর ও আইআইএফএসের সহযোগী পরিচালক ড. রাখী চক্রবর্ত্তী।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস, বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল হক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আজহারুল ঘশ, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান, পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন।

শুভেচ্ছা বক্তব্য দেন বাকৃবিসাসের কার্যনির্বাহী সদস্য কৃষিবিদ শাহীদুজ্জামান সাগর, সভাপতি কৃষিবিদ নাবিল তাহমিদ, প্রশিক্ষণ কর্মশালার আহ্বায়ক কৃষিবিদ আবুল বাশার মিরাজ।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা