রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. হুমায়ুন কবীরকে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে বিএসএস (প্রশাসন) ক্যাডার ড. মো. হুমায়ুন কবীরের নিয়োগ জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হবে।
অপরদিকে রাজশাহীর বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করা অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে সচিব পদে পদোন্নতির পর নির্বাচন কমিশন সচিবালয়ে পদায়ন করা হয়েছে।
ঢাকাটাইমস/২৬জানুয়ারি/ইএস

মন্তব্য করুন