সপ্তাহের প্রথম দিনে পুঁজিবাজারে সূচকের বড় পতন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৪

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়েছে। বেড়েছে গত দিনের তুলনায় লেনদেনের পরিমাণও। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৭১ কোটি ৫২ লাখ ৪৩ হাজার টাকা। যা গত দিনের তুলোনায় ৫৮ কোটি টাকা বেশি।

রবিবার ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৫৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ২২৪টি ও অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সর্বশেষ গত বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে কমেছিল বেশিরভাগ কোম্পানি ও ইউনিটের শেয়ার ও ইউনিটের দর।

রবিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪ কোটি দুই লাখ ৩৯ হাজার ২৮২ টাকা, যা আগের দিনের তুলনায় ১৫ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২২৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৭টি কোম্পানির। দর কমেছে ১৫০টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১৪২ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৫০৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৯১ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯০৪ পয়েন্টে। সিএসইএক্স সূচক ২৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে নয় হাজার ৫৯৬ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৩০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৫৬৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৪ পয়েন্টে। সিএসআই ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯শ ৯৪ পয়েন্টে।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এসআই/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ পেল ওয়ালটন

আগামী অর্থবছরের বাজেটের আকার কমানোর পরামর্শ আইএমএফের

তাপপ্রবাহ: ২ হাজার শ্রমজীবীকে সোনালী ব্যাংকের ছাতা উপহার

রংপুরে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আরও ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হলেন শিবলী রুবাইয়াত

অতি গরমে কী ক্ষতি হচ্ছে আম ধান পোল্ট্রিতে, কতটা প্রস্তুত কৃষি খাত

ন্যাশনাল ব্যাংকের ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত

বিআরটিএর অভিযান, ৩৯৮ মামলায় ৯ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা

এই বিভাগের সব খবর

শিরোনাম :