সিরাজদিখানে তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ ৬ শিক্ষার্থী

তীব্র গরমের প্রভাবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের ৬ শিক্ষার্থী অসুস্থ হয়েছে।
রবিবার দুপুরে বিদ্যালয়ের পাঠদান চলাকালীন শ্রেণিকক্ষেই তারা অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থ শিক্ষার্থীরা হলো-বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মুনা আক্তার, তুলি সরকার, খাদিজাতুল আকরিন, আতিকা আক্তার, নবম শ্রেণির শিক্ষার্থী মেহেনাজ আক্তার মিথিলা ও ৮ম শ্রেণির শিক্ষার্থী পিয়সি মণ্ডল।
বিদ্যালয়ের একাধিক অভিভাবক জানান, তীব্র গরমে আমাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়েছে। আমরা চাই এমন গরমে মর্নিং স্কুলের মাধ্যমে বিদ্যালয়ের পাঠদান করা হোক।
রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক বিশ্ব নাথ তালুকদার জানান, বর্তমান আবহাওয়া খুব গরম। শিক্ষার্থীরা গরমে অসুস্থ অনুভব করায় তারা ছুটি চেয়েছে। আমি তাদের ছুটি দিয়েছি। তারা এখন ভালো আছে।
এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুল রহমানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মুন্সিগঞ্জ জেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন জানান, আজ বিদ্যালয়ের প্রথম দিন হওয়ায় কয়েকটা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অস্বস্তি অনুভব করেছে। তাদের ছুটি দিয়ে দেওয়ার জন্য বলেছি। এ ছাড়া রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউটের বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।
(ঢাকাটাইমস/২৮এপ্রিল/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন