শহীদ শেখ জামাল ছিলেন কৃতী খেলোয়াড় ও দক্ষ সংগঠক: ক্রীড়ামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৯:১৯ | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৪, ১৮:২৪
সিআরপিতে প্রতিবন্ধীদের হাতে উপহার তুলে দেন ক্রীড়ামন্ত্রী

সাভারে সেন্টার ফর দ্যা রিহ্যাবিলিটেশন অব দ্যা প্যারালাইজড—সিআরপিতে উদযাপিত হয়েছে জাতির জনকের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ জামালের ৭১তম জনবার্ষিকী। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী মো. নাজমুল হাসান পাপন।

শেখ জামালের স্মৃতিচারণ করে ক্রীড়ামন্ত্রী বলেন, শহীদ শেখ জামাল নিজেও একজন কৃতী খেলোয়াড় ও দক্ষ সংগঠক ছিলেন। আমার খুবই ঘনিষ্ঠ ছিল। তার জন্মদিন উদযাপনের জন্য আজ আমি সিআরপিতে এসেছি।’

সিআরপির কাজের প্রশংসা করে চাহিদা জানার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তাদের জন্য কিছু ক্রীড়া সামগ্রী এনেছি। তাদেরকে বলেছি লিখিতভাবে চাহিদা জানাতে।’

রবিবার সকালে সাভারে অবস্থিত সেন্টার ফর দ্যা রিহ্যাবিলিটেশন অব দ্যা প্যারালাইজডে (সিআরপি) প্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত ক্রীড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন সিআরপিতে অবস্থানরত প্রতিবন্ধীদের খেলাধুলার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাজমুল ইসলাম বলেন, ‘সিআরপির সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ও যোগাযোগ। যেভাবে প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবন্ধীদের নিঃস্বার্থভাবে সেবা দিয়ে চলেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলরের মতো মানবিক ব্যক্তিত্ব পৃথিবীতে অনন্য।’

ক্রীড়ামন্ত্রী নাজমাুল হাসান ও সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলরযুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিবন্ধীদের ক্রীড়ার সুযোগ সুবিধা বৃদ্ধিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলছে উল্লেখ করে পাপন বলেন, ‘প্রতিবন্ধীদের জন্য জাতীয় সংসদের পাশেই একটি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। আশা করছি, এ বছরই মাননীয় প্রধানমন্ত্রী স্টেডিয়ামটি উদ্বোধন করবেন। যার ফলে প্রতিবন্ধীরা আরও বেশি ক্রীড়া চর্চার সুযোগ পাবে।’

তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত আজকের এ দিনে এখানে আসতে পেরে। আমরা আপনাদের সঙ্গে আছি। শুধু সরকারিভাবেই না, বেসরকারিভাবেও আপনাদের সহযোগিতা করা হবে।’

তিনি প্রতিষ্ঠাতাকে (টেইলর) বাংলাদেশে সিআরপির মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর।

শেখ জামাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার ছিলেন। ১৯৭৫ এর ১৫ আগস্ট তিনি সপরিবারে ঘাতকের হাতে নির্মমভাবে শহীদ হন।

(ঢাকাটাইমস/২৮ এপ্রিল/এমএইচ/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পারিবারিক মূল্যবোধ রক্ষার ওপর জোর দিতে হবে: ভূমিমন্ত্রী

সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত: সালাম

স্যাটেলাইট ইমেজে জানা যাবে কোথায় গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী

উপজেলা নির্বাচন: ১২২ উপজেলায় প্রতীক বরাদ্দ সোমবার

বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ফুডসিস্টেম ড্যাশবোর্ডে সহজ হবে নীতিমালা প্রণয়ন: খাদ্য সচিব

নিরাপদ সড়ক গড়তে উবার-বিআরটিএ’র যৌথ উদ্যোগ

উন্নত বাংলাদেশ মানে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী

এপ্রিলে সড়কে ঝরেছে ৬৭৯ প্রাণ, ক্ষতি ২ হাজার কোটি টাকার বেশি

বস্ত্র ও পাটমন্ত্রীর কাছে ভিসাসহ তিন সমস্যায় সহযোগিতা চাইলেন কোরিয়ান রাষ্ট্রদূত

এই বিভাগের সব খবর

শিরোনাম :