বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০১:২৮ | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৪, ২৩:৪৯

কুমিল্লায় উপজেলা নির্বাচনে বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে প্রচারণায় নামলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

তিনি বলেছেন, ‘দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের মতামত নিয়ে প্রহসনের নির্বাচন বর্জনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা অবৈধ উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা দলের কেউ না। সুতরাং বহিষ্কৃত প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেওয়া মানে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া।’

তাদের নামের তালিকা উপজেলা কমিটিকে তৈরি করে জেলায় পাঠাতে অনুরোধ করে তিনি বলেন, ‘কেউ প্রচারণায় অংশ নিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রবিবার চাঁদপুর প্রেসক্লাবে জেলা বিএনপি আয়োজনে উপজেলা নির্বাচন বর্জন উপলক্ষে লিফলেট বিতরণের পূর্বে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমদ মানিকের সভাপতিত্বে ও অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলা, উপজেলা ও অঙ্গ সংগঠন নেতারা বক্তব্য রাখেন।

সেলিম ভূইয়া বলেন, ‘জনগণ ৭ জানুয়ারি মত এই প্রহসনের উপজেলা নির্বাচনও বর্জন করবে। সরকার নির্বাচনি নাটক খেলে নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করেছে। জনগণ থেকে প্রত্যাখিত আওয়ামী লীগ এখন ভোট ডাকাতি করে জোর করে ক্ষমতায় বসে আছে। এরা ভোট চোর, এই সরকার লুটপাটের সরকার। যেখানে সকল বিরোধীদল সরকারের ডামি নির্বাচন প্রখ্যাখান করেছে, সেখানে এ নির্বাচনে প্রার্থী হওয়া বা ভোটকেন্দ্রে যাওয়া মানে হচ্ছে অবৈধ সরকারকে সমর্থন দেওয়া।’

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/ জেবি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :