গজারিয়া নিখোঁজের দুই দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার 

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৪, ২৩:২৯
অ- অ+

মুন্সিগঞ্জের গজারিয়ায় নিখোঁজের দুই দিন পর মেঘনা নদী থেকে বিল্লাল হোসেন (৩৩) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল আটটার দিকে মেঘনা নদীর মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ইমামপুর ইউনিয়নের চর কালীপুরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বিল্লাল হোসেন উপজেলার ইমামপুর ইউনিয়নের চরকালিপুরা বেরুমোল্লা কান্দি গ্রামের মো আব্বাস উদ্দিনের ছেলে। তিনি গত শুক্রবার সন্ধ্যার পর নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন।

নিখোঁজের ঘটনায় শনিবার বিকালে গজারিয়া থানায় জিডি করেন তার স্ত্রী খায়রুন নেসা লাকী।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, রবিবার সকাল আটটার দিকে মেঘনা নদীর মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ইমামপুর ইউনিয়নের চর কালীপুরা এলাকায় ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ।

নিহতের স্ত্রী জানায়, বিল্লাল হোসেন পেশায় একজন জেলে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খবর ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বনানীতে পথশিশু ধর্ষণ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা