টুইটারে ভয়েস মেসেজ চালু

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৬
অ- অ+

ভয়েস মেসেজ চালু করলো মাইক্রোব্লগিং সাইট টুইটার। অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে এখন থেকে ভয়েস মেসেজ পাঠানো যাবে। তবে সব দেশে টুইটারে এই সেবা চালু করেনি। শুরুতে ভারত, ব্রাজিল ও জাপানের ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। শিগগিরই অন্যান্য দেশে ভয়েস মেসেজ চালু করবে টুইটার।

টুইটার জানিয়েছে, সর্বোচ্চ ১৪০ সেকেন্ডের ভয়েস মেসেজ পাঠানো যাবে এই ফিচারের মাধ্যমে। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই অপারেটিং সিস্টেমের ডিভাইসেই পাওয়া যাবে এই সুবিধা।

টুইটার জানিয়েছে, আমরা এই ভয়েস মেসেজের ফিচারটি আনতে পারছি ভেবে খুবই উচ্ছ্বসিত। এতে মেসেজের অভিজ্ঞতা ব্যবহারকারীদের আরও অনেক বেশি ভালো হবে। একে অপরের ইমোশন ও কথার টোন বুঝতে পারবেন তারা।

কীভাবে আপনার ফোন থেকে ভয়েস মেসেজ পাঠাবেন?

অ্যানড্রয়েড ফোনের ক্ষেত্রে খুব সহজেই এই ভয়েস মেসেজ পাঠানো যাবে। এর জন্য মেসেজ বক্সে অডিও অপশনে ক্লিক করতে হবে। অডিও রেকর্ড শেষ হলে ওই আইকনটিতে আরেকবার ক্লিক করতে হবে। বাকি সোয়াইপ ও রিলিজ করেও ভয়েস মেসেজ পাঠানো যাবে।

আইওএস-এর ক্ষেত্রেও একইরকম ভাবে ভয়েস মেসেজ পাঠানো যাবে।

অ্যান্ড্রয়েড ও আইওএস-এর জন্য এই ফিচার উপলব্ধ থাকলেও এটি কিন্তু ওয়েব ভার্সনেও শোনা যাবে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা