পাঁচতলা ভবনে আগুন, পুড়ল ৪৭০ কবুতর-মুরগি

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৮| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৭
অ- অ+

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাঁচতলা ভবনে আগুন লেগে কবুতরের ফার্মে থাকা ৩০০টি বিদেশি কবুতর, ১৫০টি মুরগি ও ২০টি বিদেশি পাখি পুড়ে ছাই হয়ে গেছে। আহত হয়েছেন পাখি ও কবুতর দেখভাল করার দায়িত্বে নিয়োজিত আব্দুল হান্নান নামে এক ব্যক্তি।

সোমবার বিকাল পৌনে পাঁচটার দিকেঈশ্বরগঞ্জ পৌরসভার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পাশে মারফত কমপ্লেক্সে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামারিদের। এছাড়া ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা সোনালী ও অগ্রণী ব্যাংকের শাখা দুটি শাখা অল্পের জন্য রক্ষা পেয়েছে। প্রতিষ্ঠান দুটির কোনো ক্ষতি হয়নি।

এ বিষয়ে ভবন মালিক শাহজাহান বলেন, মারফত আলী কমপ্লেক্সের পাঁচতলার ছাদের ওপর হঠাৎ আগুন জ্বলতে দেখে লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের ফায়ার সার্ভিসের দুটি টিম এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ছাদের ওপরে থাকা কবুতরের ফার্মের ৩০০টি বিদেশি কবুতর ও ২০টি বিদেশি পাখি ও ১৫০টি মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আহত হয়েছেন পাখি ও কবুতর দেখভাল করার দায়িত্বে নিয়োজিত আব্দুল হান্নান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ারসার্ভিস স্টেশনের ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, তদন্ত করে ক্ষয়-ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার আব্দুল কাদের মিয়া বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকা ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা