বাংলাদেশ গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২১, ২১:৩৮| আপডেট : ০২ মার্চ ২০২১, ২১:৪৪
অ- অ+

আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে নারীদের ক্রিকেট ইভেন্টের জন্য মঙ্গলবার পৃথক তিনটি স্কোয়াড স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল তিনটির নাম হলো বাংলাদেশ লাল, বাংলাদেশ সবুজ ও বাংলাদেশ নীল দল।

মূলত আগামী ১-১০ এপ্রিল আয়োজিত হবে বাংলাদেশ গেমস। কিন্তু মূল ইভেন্ট শুরুর আগেই নারীদের ক্রিকেট ইভেন্ট শেষ করার পরিকল্পনা কর্তৃপক্ষের।

সিলেটে রাউন্ড রবিন পদ্ধতিতে আগামী ৬-১২ মার্চ অনুষ্ঠিত হবে নারীদের ক্রিকেট প্রতিযোগিতা। ম্যাচ হবে ওয়ানডে ফরম্যাটে। মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। এরপর সেরা দুই দল ফাইনালে অংশ নেবে।

এই ইভেন্টে অংশ নিতে মঙ্গলবারই সিলেটে পৌঁছে গেছেন। তিনটি দলের প্রতিটিতে ১৫ জন করে ক্রিকেটার রাখা হয়েছে।

বাংলাদেশ লাল দল

রাবেয়া হায়দার ঝিলিক, মোসাম্মৎ শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), লতা মন্ডল, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, জিন্নাত আছিয়া অর্থি, সুরাইয়া আজমিম, লাবনি আক্তার, পূজা চক্রবর্তী, আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা, সাবাকুম নাহার চৈতি, লেকি চাকমা, রাবেয়া খাতুন ও মোসাম্মৎ মর্জিনা আক্তার মিম।

বাংলাদেশ সবুজ দল

মোসাম্মৎ শারমিন সুলতানা, সানজিদা ইসলাম, টুম্পা খাতুন (উইকেটরক্ষক), রুমানা আহমেদ, মোসাম্মৎ রিতু মনি, সুমাইয়া আক্তার, পান্না ঘোষ, সানজিদা আক্তার মেঘলা, সানদিহা ইসলাম আশা, খাদিজা-তুল-কুবরা, মিষ্টি রানি সাহা, জান্নাতুল মাওয়া, দিশা বিশ্বাস. দিলারা আক্তার দোলা ও মারুফা আক্তার।

বাংলাদেশ নীল দল

মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, একা মল্লিক, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), ইশমা তানজিম, সালমা খাতুন, সোবহানা মোসতারি, জাহানারা আলম, মুমতা হেনা হাসনাত, রাবেয়া, ফারিয়া ইসলাম তৃষ্ণা, ফাল্গুনি চৌধুরী বন্যা, উন্নতি আক্তার, স্বর্ণা আক্তার ও রেয়া আক্তার শিখা।

(ঢাকাটাইমস/২ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা