এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ৫৪০

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২১, ১৬:১০| আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৬:২৯
অ- অ+

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে বাংলাদেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর দৈনিক মৃত্যুর সংখ্যা আটজনের বেশি হয়নি। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন আট হাজার ৪৫১ জন।

শনিবার বিকালে সংবাদমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৫৪০ জনের দেহে। এ নিয়ে শনাক্ত হলেন পাঁচ লাখ ৪৯ হাজার ৭২৪ জন।

অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ গণ্টায় ১১৯ ল্যাবে ১৩ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়।পরীক্ষার তুলনায় শনাক্তের হার গত কয়েকদিনের তুলনায় বেড়ে ৪ দশমিক ১৩ হয়েছে। এ পর্যন্ত ৪১ লাখ ৩২ হাজার ১১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৫।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ সাতজন ও নারী তিনজন। এদের সাতজনই পঞ্চাশোর্ধ্ব। বাকিরা ৩১ থেকে ৫০ বছরের মধ্যে।

এছাড়া গত একদিনে ৮২২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫ লাখ ১৯৬৬ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় চলতি বছরের ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত। আর চলতি বছরের জানুয়ারি মাস থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে রয়েছে।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেবছরের ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

(ঢাকাটাইমস/০৬মার্চ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা