শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করছেন শাহীন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২১, ১৩:০৫| আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৩:৫৪
অ- অ+

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির বড় কন্যা আকসা আফ্রিদিকে বিয়ে করতে চলেছেন পাকিস্তান দলের বর্তমান তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। শাহীন আফ্রিদির পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শাহীন আফ্রিদির বাবা আয়াজ খান সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি তার ছেলের জন্য শহীদ আফ্রিদির পরিবারের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। শহীদ আফ্রিদির পরিবার প্রস্তাবটি গ্রহণ করেছে।

শহীদ আফ্রিদির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, শাহীন ক্রিকেট খেলছে। তাদের কন্যা পড়াশোনা চালিয়ে যাচ্ছে। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আগামী দুই বছরের মধ্যে বিয়ের কিছুদিন আগেই এনগেজমেন্ট হতে পারে। যখন সময় আসবে তখন আনুষ্ঠানিকভাবে সব বিষয় ঘোষণা করা হবে।

দুই পরিবারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। কারণ, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ে যে, শাহীন আফ্রিদি এবং আকসা আফ্রিদির মধ্যে এনগেজমেন্ট হয়েছে। লোকজন দুই পরিবারকে অভিনন্দন জানাতে শুরু করে।

(ঢাকাটাইমস/৭ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মব জাস্টিস বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: ডা. শফিকুর রহমান
দলের কেউ অনৈতিক কাজ ও অপরাধ করলে কঠোর ব্যবস্থা: বিএনপির সতর্কতা
তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩, বিপুল সৌদি রিয়াল ও মোটসাইকেল জব্দ
ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় এলাকাবাসীর মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা