সেলফি উঠাতে আসিনি: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২১, ১৯:১৯| আপডেট : ১৫ মার্চ ২০২১, ১৯:২৩
অ- অ+

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক ক্ষুব্ধ হয়ে বলেন, ‘ইসলামের কথা বলার জন্য আজ এসেছি। সেলফি উঠাতে আসিনি। বাংলাদেশে টিকটক, সেলফি আর ফেসবুক লাইভ নিয়ে সবাই ব্যস্ত। কেন ভাই? ওইসব ছাড়া কি আপনাদের কোনো কাজ নাই ? সব জায়গায় সেলফি তুলতে হবে?’

সুনামগঞ্জের দিরাই উপজেলায় শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে হেলিকপ্টারটি উপজেলার

মজলিসপুর গ্রামে অবতরণ করলে একদল তরুণ ও স্থানীয়রা ব্যাপক ভিড় জমিয়ে ব্যস্ত হয়ে পড়ে সেলফি তুলতে। ফলে হেলিকপ্টার থেকে নামার কোন সুযোগ পাচ্ছিলেন না কেউ।

আর এতেই ক্ষেপে গিয়ে স্বেচ্ছাসেবকের হাত থেকে লাঠি নিয়ে যুবকদের তাড়িয়ে দেন এবং এই সব কথা বলেন মামুনুল হক। সোমবার এ ঘটনা ঘটেছে।

হেলিকপ্টার থেকে নামার পর ৬০০ জনের স্বেচ্ছাসেবক টিম তাদের নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যায়।

হেফাজতে ইসলাম দিরাই উপজেলা শাখার উদ্যোগে দিরাই কলেজ মাঠে (স্টেডিয়াম) সোমবার শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন- হেফাজতের আমির জুনাইদ বাবুনগরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম মহাসচিব মামুনুল হক, নায়েবে আমির নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা