পল্লবীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোচালক খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২১, ১৭:২১
অ- অ+

রাজধানীর পল্লবীতে মোহাম্মদ দুলাল নামে অটোরিকশার এক চালককে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকালের যেকোনো সময় তাকে হত্যা করা হয়।

নিহত দুলালের বাড়ি শরিয়তপুরের নড়িয়ায় বলে জানিয়েছে পুলিশ।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আল মামুন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, সকাল আটটার দিকে পল্লবীর এম ব্লক, ইস্টার্ণ হাউজিংয়ের খালি প্লটের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বুকে ধারাল ‘চাকুর’ আঘাত পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে দুলালের ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া যায়। যাতে একটি নম্বর থেকে বেশ কয়েকটি মিসকল রয়েছে। পরবর্তীতে ওই নম্বরে ফোন করে পুলিশ জানতে পারে নিহত দুলাল অটোরিকশা চালক ছিলেন। গতরাতে গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হলেও গ্যারেজে আর ফেরত যাননি। রাতে অথবা সকালের কোন একসময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে মাঠের পাশে ফেলে রেখে গেছে।

ঢাকাটাইমস/০৮এপ্রিল/এসএস/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা