পাথরবোঝাই ট্রাকে ২ কেজি হেরোইন, আটক ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২১, ১১:৩১| আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১১:৪৭
অ- অ+

একটি পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ১ কেজি ৯৫৮ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলার ধামরাই উপজেলার ডাউটিয়া এলাকা থেকে হেরোইন উদ্ধার হয়েছে।

শুক্রবার সকালে র‍্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার ভোর রাতে এই অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো, উত্তম কুমার এক্কার, কংশ এক্কার। তাদের দুজনের বাড়ি রাজশাহী জেলায়।

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‍্যাবকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে পাথরবোঝাই ট্রাকে বিশেষ কৌশলে ঝালাই করা গোপন চেম্বারে হিরোইনের চালান রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে পৌছে দিয়ে আসছিল।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

(ঢাকাটাইমস/৯ এপ্রিল/এআর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাস্থ্যে ফ্যাসিবাদীর দোসররা চান না মানুষের সেবা নিশ্চিত হোক: ডা. রফিক
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি: জামাল হায়দার
এখন বিদ্যুৎ বিল দেয়া যাচ্ছে বিকাশ মার্চেন্ট পয়েন্ট থেকেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা