সংসদ ভবনে হামলার পরিকল্পনা: দুই জঙ্গি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ মে ২০২১, ২০:৪০ | প্রকাশিত : ০৬ মে ২০২১, ২০:০৪

জাতীয় সংসদ ভবনে হামলার পরিকল্পনার অভিযোগে শেরে বাংলা নগর থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় দুই জঙ্গির পাঁচ দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আল আমিন ওরফে সাকিব এবং ‘উগ্রবাদী’ বক্তা আলী হাসান ওসামা।

এর আগে ডিএমপির পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক কাজী মিজানুর রহমান আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বুধবার শেরে বাংলা নগর থানা এলাকা থেকে সন্ধ্যা পৌনে আটটার দিকে আল আমিন ওরফে সাকিবকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। এছাড়া হামলার পরিকল্পনায় প্ররোচনা দেয়ার অভিযোগে বক্তা আলী হাসান ওসামাকে রাজবাড়ী থেকে বুধবার গ্রেপ্তার করা হয়।

ঢাকাটাইমস/০৬মে/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :