ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৪ মে ২০২১, ১৮:৪২

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার দুপুরের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬। তবে ভূমিকম্পটির সুনামি সৃষ্টির সক্ষমতা ছিল না। খবর রয়টার্সের।

জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছে, এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ক তথ্য এখনো জানা যায়নি।

এদিকে একই সময়ে মালয়েশিয়ায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২৬ ডিসেম্বর সুমাত্রার উত্তরপশ্চিম উপকূলে আঘাত হানা ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সুনামি ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড ও আরও নয়টি দেশের দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।

(ঢাকাটাইমস/১৪মে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :