তালশাঁস কাটা নিয়ে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য খুন

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২১, ১০:০৮
অ- অ+

বিরোধপূর্ণ একটি জমিতে থাকা তালগাছের শাঁস কাটাকে কেন্দ্র করে বাগেরহাট সদর উপজেলায় সংঘর্ষে জড়িয়েছে দুটি পক্ষ। এতে ফজলু তরফদার নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

রবিবার বিকালে সদর উপজেলার ডেমা গ্রামের মিঠাপুকুর দক্ষিণপাড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার বিকালে ডেমা গ্রামে আশবাব তরফদারের ছেলে ফজলু তরফদার বিরোধপূর্ণ জমিতে তালগাছের শাঁস কাটার সময় প্রতিবেশী ইয়াকুব গাজীর ছেলে দুলু গাজী বাধা দেন। তর্কাতর্কির একপর্যায়ে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়। এসময় ফজলু তরফদারের দায়ের কোপে দুলু গাজী আহত হন। পরে

দুলু গাজীর লোকজন গিয়ে ফজলু তরফদারের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এদিকে সংঘর্ষে আহত দুলু গাজীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানায় তার পরিবার।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহামুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকাটাইমস/১৭মে/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা