ঢাবিতে সশরীরে পরীক্ষা, উপস্থিতি শতভাগ

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০২১, ১৯:৪৮
ফাইল ছবি

দীর্ঘদিন পরীক্ষা বন্ধ থাকার পর সশরীরে পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ। পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রবিবার বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে সপ্তম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলাভবনে অবস্থিত পরীক্ষা কেন্দ্রে নিরাপদ দূরত্ব বজায় রেখে ৮১ জন শিক্ষার্থীর সবাই এই পরীক্ষায় অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করে বিভাগের অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দীন বলেন, ‘আগের স্থগিত পরীক্ষাগুলো একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী মার্কস ও সময় কমিয়ে ৬০ নম্বরের পরীক্ষা ৩০ নম্বর করে দেড় ঘণ্টায় নেয়া হয়েছে। আরেকটি বিষয় দেখার মতো, পরীক্ষার্থীর উপস্থিতি ছিল শতভাগ। সাধারণ সময়ে পরীক্ষা হলে দু-একজন অনুপস্থিত, কিন্তু আমরা এমনভাবে পরীক্ষা নিয়েছি যাতে ৮১ জনই উপস্থিত ছিল। একজনেরও আবাসন সমস্যা রেখে পরীক্ষা নিইনি। বিভাগীয় চেয়ারম্যান হিসেবে ব্যক্তিগত উদ্যোগে আবাসনের বিষয়গুলো দেখেছি। কয়েকজন ছাত্রীর আবাসন সমস্যা ছিল তাদেরকে শিক্ষকদের বাসায় রেখেছি।’

অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দীন জানান, চলতি মাসের ২২, ২৪ ও ২৬ তারিখে একই সেমিস্টারের বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং ভাইভা হবে ২৭ তারিখ। এছাড়াও পঞ্চম সেমিস্টারের পরীক্ষা ৫ জুলাই ও মাস্টার্সের পরীক্ষা ৩ জুলাই নেয়া হবে।

বিভাগীয় প্রধান, ছাত্র উপদেষ্টা যদি আন্তরিক হয় তবে বাকি বিভাগ বা ইনস্টিটিউটের পরীক্ষাগুলোও নিয়ে নেয়া সম্ভব বলেও মনে করেন তিনি।

পরীক্ষার হল পরিদর্শন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ' শিক্ষার্থী ও বিভাগের যৌথ ব্যবস্থাপনায় শতভাগ উপস্থিতিতে আজকে ফারসি বিভাগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ।’

(ঢাকাটাইমস/২০জুন/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

ক্যাম্পাস চালুর দাবি, কুবিতে প্রতীকী ক্লাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :