দিনাজপুরে পুকুর থেকে আদিবাসীর লাশ উদ্ধার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২১, ১৩:৩৬
অ- অ+

দিনাজপুরের বিরামপুরে পুকুর থেকে ভেসে থাকা অবস্থায় সরকার টুডু (৫৫) নামে এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে উপজেলার জোতবানী ইউনিয়নের সাঘাইঘাটা এলাকার কেটরা-বিরামপুর পাকারাস্তা সংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সরকার টুডু ওই এলাকার ঠাকুর টুডুর ছেলে।

মৃতের ভাতিজা অনীল টুডু জানান, সরকার টুডু নিয়মিত নেশা করতেন। শনিবার বিকাল থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সাঘাইঘাটা এলাকার একটি পুকুর থেকে তার লাশ ভেসে ওঠে।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, পুকুরে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এসএ/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ ৩ দিনের রিমান্ডে
তবুও বেঁচে আছি: ছাত্রদল নেতা শামীম
বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের ৬ দফা নিয়ে সংবাদ সম্মেলন
ম্যাজিস্ট্রেট-পুলিশ-সাংবাদিক সেজে চাঁদাবাজি! জনতার হাতে তিন প্রতারক আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা