ঈদে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২১, ১৬:২৫
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারিসহ সবাইকে কোভিডকালীন স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল আজহা উদযাপনের আহ্বান জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

একইসঙ্গে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবারের সব সদস্য, শুভানুধ্যায়ী ও গণমাধ্যম সংশ্লিষ্ট সবাইকে ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি সবার সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্থতা ও মঙ্গল কামনা করেন।

সোমবার ঈদ-উল আজহা উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, ‘চলমান করোনা ভাইরাস সংক্রমণ ও প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতা তৈরি ও স্বাস্থ্যবিধি অনুসরণের কোনো বিকল্প নেই। এই সময়ে নিজ নিজ সুরক্ষায় জনসমাগম এড়িয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদ-উল-আজহা উদযাপনে যেন সবাই সচেষ্ট হন। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন তাদের পরিবারের। প্রতি যত্নবান থেকে মনোবল ধরে রাখে। একইসঙ্গে সামাজিক দায়বদ্ধতার বিষয়ে যেন তারা সচেতন থাকে।’ –বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/১৯জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা