২০ দল পরীক্ষিত, প্রলোভনেও ভাঙেনি: নজরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২১, ২২:২২| আপডেট : ৩১ জুলাই ২০২১, ২৩:৫৮
অ- অ+
ফাইল ছবি

২০ দলীয় জোটের একাধিক শরিক দলের একাংশ জোট ছেড়ে গেলেও বিএনপির দাবি জোট ভাঙেনি। বরং জোটের শরিকরা পরীক্ষিত ও বিশ্বস্ত এমন দাবি জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়া এই জোট সরকারের প্রলোভনও ভাঙতে পারেনি।’

শনিবার বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘করোনা, লকডাউন ও জনদুর্ভোগ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সবশেষ বিএনপি জোট ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। যদিও তাদের নেতাদের একাংশ এখনো বিএনপির সঙ্গে আছে।

এসময় জোট শরিকদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

তিনি বলেন, ‘এই সরকার দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় টিকে আছে। হামলা-মামলা নির্যাতন নিপীড়নের মাধ্যমে তারা মানুষকে দমিয়ে রেখে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে হয়রানিমূলক মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে আটকে রেখেছে। এ অবস্থায় যারা জোট ছেড়েছে, তারা ভালো নেই। গণতন্ত্র ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ধৈর্য সহকারে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতান্ত্রিক পন্থায় সরকারের পতনের আন্দোলনকে জোরদার করতে হবে।’

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনায় জোটের শরিক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, জাতীয় পার্টি (জাফর) মোস্তফা জামাল হায়দার, খেলাফত মজলিসের মাওলানা মো. ইসহাক, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমসহ আরও অনেকে বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/৩১জুলাই/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা