ত্রিপুরায় ভোটে জিতে সরকার গঠনের চ্যালেঞ্জ তৃণমূলের

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০২১, ১৮:৫৯

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সম্প্রতি বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। এবার দলটির নজর ত্রিপুরা রাজ্যে। সেখানে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে জিতে সরকার গঠন করার চ্যালেঞ্জ করেছে দলটি। আগরতলায় দাঁড়িয়ে বিপ্লব দেব সরকারকে এই চ্যালেঞ্জ করেছেন দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার দুপুরে আগরতলায় সংবাদ সম্মেলনে অভিষেক বলেন, ‘আমাকে বারবার আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আটকানো যায়নি। আমরা লোহার মতো। যত তাতাবে, তত শক্ত হবে। আমাদের যত তাতাবে, তত জেদ বাড়বে।’

বিজেপির উদ্দেশে অভিষেকের চ্যালেঞ্জ, ‘আজকের তারিখ লিখে রাখুন। তৃণমূল একবার ত্রিপুরায় পা রেখেছে। ত্রিপুরাই এখন আমাদের পাখির চোখ। আগামী দেড় বছরে এখানে গণতন্ত্র ও উন্নয়নের সরকার গড়ব। তবে তাতে আপনাদের সহযোগিতা দরকার।’

ক্ষমতায় আসার পরে ত্রিপুরার মানুষ সব ধরনের সুবিধা পাবেন বলেই প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক।

ত্রিপুরায় যাওয়ার পর থেকে কীভাবে বারবার তাঁকে আটকানোর চেষ্টা হয়েছে সেই বিবরণও সাংবাদিকদের সামনে তুলে ধরেন অভিষেক। তিনি বলেন, দলীয় কর্মীদের দিয়ে তাঁর গাড়িতে হামলা চালানো থেকে শুরু করে ছাত্রছাত্রীদের দিয়ে বিক্ষোভ দেখিয়ে তাঁকে থামানোর চেষ্টা করলেও বিজেপি ব্যর্থ হয়েছে। যদিও তাঁর তিন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছেন অভিষেক।

তিনি বলেন, ‘আমি ৮-১০ দিনের মধ্যে আবার আসব। মাসে তিনবার আসব। ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক।’

(ঢাকাটাইমস/২ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :