ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে নারীকে ‘ধর্ষণ’

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২১, ১৪:০৩
অ- অ+

মানিকগঞ্জের হরিরামপুর ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবুল কালাম আজাদ নামে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে ভুক্তভোগী হরিরামপুর থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা গ্রামের এক সন্তানের জননী ওই নারীর সঙ্গে আজাদ প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত মে মাসের ২৯ তারিখ বিকালে বাবু মোবাইল ফোনে ওই নারীকে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে গিয়ে আজাদ তাকে ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে আজাদ তাকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার শারীরিক সর্ম্পক করে। এমনকি আজাদের দেওয়া বিয়ের আশ্বাসে ওই নারী তার স্বামীকে ডিভোর্স দেয়। পরে ওই নারী অন্তঃসত্বা হয়ে পড়লে আজাদ দুই মাসের গর্ভের সন্তানকে নষ্ট করতে বলে। তা না করলে গৃহবধূর চার বছরের পুত্র সন্তানকে মেরে ফেলার হুমকিও দেয় আজাদ।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আজাদ।

এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ হাসান ইমাম সোনা মিয়া বলেন, ছেলেটা প্রায় দশ বছর ধরে মোটরসাইকেলে আমাকে আনা-নেওয়া করে। আমার জানামতে সে খারাপ না। স্থানীয়দের মুখে এ বিষয়টি আমি শুনেছি।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ভুক্তভোগী থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এসএ/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা
৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ: মেধা তালিকায় নাম থাকলেও পদবঞ্চিত অনেকেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা