ভোটের আগের দিন কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:২৮
অ- অ+

ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ না থাকায়, প্রতিপক্ষে প্রার্থীর অব্যহত হুমকি ও নেতাকর্মীদের নিরাপত্তাসহ নানা অভিযোগে সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ভোট বর্জন করেছেন নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ।

রবিবার বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেন এ প্রার্থী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, তিনি এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সোমবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে তিনি ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রার্থীর লোকজন গত রবিবার থেকে তাকে, তার পরিবারের সদস্য ও নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।

জিন্নাহর সমর্থিত নেতাকর্মীদের বাড়ি ছাড়ারও হুমকি দেয়া হয়। এমন পরিস্থিতিতে নেতাকর্মী ও ভোটাররা ভয়ভীতির মধ্যে রয়েছেন। এ অবস্থায় নির্বাচনী কার্যক্রম তার পক্ষে পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছ। ভোটাররা সুষ্ঠুভাবে তাদের ভোটধিকার প্রয়োগ করতে পারবেন না। তাই তিনি ভোট বর্জন করেছেন।

একইসঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিএনপির প্রতি জনসমর্থন ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে দুই একটি ইসলামি দল: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা