কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিটু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৬ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৪

কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি দেশের বাইরে অবস্থান করায় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার সংগঠনের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি ব্যক্তিগত কারণে দেশের বাইরে অবস্থান করায় গঠনতন্ত্রের ২০ এর ‘গ’ ও ‘ঘ’ উপধারা মোতাবেক জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন তিনি।

সূত্রে জানা গেছে, কৃষক লীগের সাধারণ সম্পাদক স্মৃতি বর্তমানে কানাডায় রয়েছেন। সেখানে তার সন্তান লেখাপড়া করেন।

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় বিশ্বনাথ সরকার বিটু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষক লীগের সভাপতি সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি আমার রক্তের বিনিময়ে হলেও তার প্রতিদান দেব। বাংলার কৃষক সমাজের ভাগ্য উন্নয়নে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সমুন্নত রাখতে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক 

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে লেবার পার্টির বৈঠক

সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম

আ স ম রবের বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল 

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :