ব্রুজনের দলে ঢুকল আবাহনী মিডফিল্ডার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৬| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৯
অ- অ+

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ১৩তম আসরকে সামনে রেখে প্রথমে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন জামাল-জিকোদের নতুন কোচ অস্কার ব্রুজন। এর ঘণ্টা পাঁচেক পর আবাহনীর ১৯ বছর বয়সী মিডফিল্ডার রিদয় খানকে ক্যাম্পে ডেকেছেন কোচ।

ঢাকার একটি অভিজাত হোটেলে ২৭ ফুটবলার নিয়ে আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেল থেকে অনুশীলন শুরু করেছেন তারা। অস্কার সহকারী হিসেবে নিয়েছেন বসুন্ধরা কিংসে তার সঙ্গে কাজ করা মাহবুব হোসেন রক্সিকে। গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়নও ছিলেন একই দলে।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত এবারের আসরে মোট পাঁচটি দল অংশ নিতে যাচ্ছে। বাংলাদেশ এবং স্বাগতিক মালদ্বীপ ছাড়াও রয়েছে ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা।

আগামী ১-১৬ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। আসরটির উদ্বোধনী দিনে মাঠে নামবেন জামাল-তপুরা। এদিন দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে লাল-সবুজের জার্সিধারীরা। পরে ৪, ৭ ও ১৩ অক্টোবর যথাক্রমে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, মালদ্বীপ ও নেপাল। আসরে গ্রপপর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি ফাইনাল খেলবে ১৬ অক্টোবর।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা