রাতে ম্যান সিটির মুখোমুখি পিএসজি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৩
অ- অ+

পিএসজির দুঃস্বপ্নের নাম হয়ে গেছে ম্যানচেস্টার সিটি! ইংলিশ ক্লাবটির বিপক্ষে এখনও পাঁচ বারের দেখায় কোনো জয় পায়নি ফরাসি জায়ান্টরা। হেরেছেন তিনটিতে। ফুটবলের আক্রমণ ত্রয়ী মেসি-নেইমার-এমবাপ্পে জয়ের সেই আক্ষেপ ঘোঁচাবে এমন আশা পিএসজি সমর্থকদের।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে মঙ্গলবার রাতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি-পিএসজি। বাংলাদেশ সময় রাত ১টায় প্যারিসের পার্ক দে প্রিন্সেসে হবে ম্যাচটি। ইনজুরি কটিয়ে এদিন মাঠে নামতে পারেন লিওনেল মেসি। ম্যাচটি সম্প্রচার করবে সনি টেন-২।

ক্লাব ব্রুজের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ইতিমধ্যেই চাপের মধ্যে রয়েছে। অন্যদিকে আরবি লিপজিগকে ৬-৩ গোলে হারিয়ে আগেই কড়া বার্তা দিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি। আজ হারলে গ্রুপে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে পচেত্তিনোর দলকে।

পচেত্তিনো বলেছেন, ‘আমরা এমন এক দলের বিপক্ষে খেলবো, যাদের কাছে বিশ্বের সেরা একজন কোচ রয়েছে। ধৈর্য, সময় আর বিনিয়োগের কথা ভাবলে ক্লাবটি আমাদের থেকে অনেক এগিয়ে। তবে ফুটবলে যে কোন কিছু হতে পারে।’

গ্রুপ অব ডেথ খ্যাত ‘বি’ গ্রুপে মুখোমুখি হচ্ছে পোর্তো-লিভার পুল। এই গ্রুপের অপর ম্যাচে স্বাগতিক এসি মিলানের প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ। ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে আরও পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাত ১টায় শেরিফের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা