২৭০০ বছর আগের ‘বিলাসী’ টয়লেটের সন্ধান

২৭০০ বছর আগের একটি টয়লেটের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। সেসময়ে ব্যক্তিগত টয়লেট ছিল এক ধরনের বিলাসিতা। ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে এই প্রাচীন টয়লেটের সন্ধান মিলেছে।
ইসরায়েলি প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, মসৃণ ও খোদাই করা চুনাপাথরের টয়লেটটি একটি আয়তাকার কেবিনে পাওয়া গেছে, যা একটি প্রাচীন প্রাসাদের অংশ ছিল। খবর এসোসিয়েট প্রেসের
খবরে বলা হয়েছে, প্রাচীনকালের এই টয়লেটটিতে আরামদায়কভাবে বসার জন্য ডিজাইন করা হয়েছিল। এর নিচে ছিল গভীর সেফটিক ট্যাঙ্ক।
খনন কাজের পরিচালক ইয়াকভ বিলিগ বলেন, ‘এ ধরনের ব্যক্তিগত টয়লেট প্রাচীনকালে খুব বিরল ছিল। এখন পর্যন্ত মাত্র কয়েকটি পাওয়া গেছে।’
তিনি জানান, ‘সে সময়ে শুধুমাত্র ধনী ব্যক্তিদেরই বাড়িতে টয়লেট তৈরির সামর্থ ছিল। এক বিশেষজ্ঞ একবার পরামর্শ দিয়েছিলেন যে, ধনী হতে হলে টেবিলের পাশে একটি টয়লেট থাকতেই হবে।’
পুরাকীর্তি কর্তৃপক্ষ জানিয়েছে যে, সেপটিক ট্যাঙ্কে পাওয়া পশুর হাড় এবং মৃৎপাত্র সেই সময়ে বসবাসকারী মানুষের জীবনধারা এবং খাদ্যাভ্যাসের পাশাপাশি প্রাচীন রোগ সম্পর্কেও ধারণা দিতে পারে।
প্রত্নতাত্ত্বিকরা সেই যুগের পাথরের শহরের খোঁজ পেয়েছেন। তারা জানিয়েছেন, সেখানে জলজ উদ্ভিদসহ একটি বাগানের প্রমাণ মিলেছে। এটির মাধ্যমে বোঝা যায় যে, সেখানে বসবাসকারীরা বেশ ধনী ছিলেন।
ঢাকাটাইমস/০৬অক্টোবর/এসআরকে/একে

মন্তব্য করুন