রাউজানে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ৭

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২১, ২২:০৩| আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২২:১৩
অ- অ+

চট্টগ্রামের রাউজানে পুলিশের কার, অটোরিকশা ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম নগরীমুখী একটি মাছবাহী পিকআপ পুলিশের প্রাইভেটকারকে ধাক্কা দেয়, প্রাইভেটকারটি গিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে দুই পুলিশসদস্যসহ সাতজন আহত হন। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহত অবস্থায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান দুই পুলিশ সদস্যসহ চারজন। এর মধ্যে নাছিমা আকতার নামে এক নারীর অবস্থায় গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

রাউজান হাওইয়ে থানার ওসি কামরুল আজম বলেন, ‘রাউজানে পুলিশের প্রাইভেটকার, যাত্রীবাহী অটোরিকশা ও মাছবাহী পিকআপের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা হাসপাতালে পাঠায়। এখনও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার
কমিউনিটি ব্যাংক-অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটস ও পিটাস্টপের সঙ্গে চুক্তি 
ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যবসায়ীর কাছে যুবদল নেতার চাঁদা দাবি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা