ঘরের মধ্যে মা-বাবা-ছেলের রক্তাক্ত লাশ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১, ০৯:০২
অ- অ+
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি বাড়ি থেকে মা-বাবা ও তাদের ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

মৃতদের মধ্যে বাড়ির কর্তার নাম জানা গেছে। তার নাম মোস্তফা সওদাগর। তিনি মুদি ব্যবসায়ী। মৃত অন্যজন দুইজন হলো মোস্তফার স্ত্রী ও ছেলে। তাদের নাম জানা যায়নি। তিনজনের শরীরেই ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. লাবীব আব্দুল্লাহ বলেন, ঘরের ভেতর মোস্তফা সওদাগর, তার স্ত্রী ও ছেলের কোপানো লাশ দেখতে পেয়েছি। তাদের গলায় দাগ ও শরীরে কোপানোর চিহ্ন রয়েছে। মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তাদের মৃত্যুর কারণ নিয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছে না। কারও সঙ্গে বিরোধের জেরে তাদের হত্যা করা হয়েছে নাকি পারিবারিক দ্বন্দ্বের কারণে এমনটি হয়েছে স্থানীয় লোকজনের কেউও এমন কিছু বলতে পারছেন না। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকাটাইমস/১৪অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা