চার ওভারেই নেই বাংলাদেশের দুই ওপেনার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২১, ২২:১১
অ- অ+

মাসকোটের আল আমিরাত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে নিজেদের উদ্বোধনী ১৪১ রানে জবাবে ব্যাট করতে নেমে প্রথম চার ওভারেই নেই বাংলাদেশের দুই ওপেনার। একটি চার মারার পর দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেছেন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। এরপর প্যাভিলিয়নের পথ ধরেন লিটন দাসও। ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৮ রান। এখন ৭ রানে সাকিব এবং ১ রানে মুশফিকুর রহিম অপরাজিত রয়েছেন।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক মাহমুদউল্রাহ রিয়াদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে নিজেদের প্রথম ম্যাচের প্রথম ওভারটা তাসকিনের হাতে তুলে দেন দলীয় অধিনায়ক। পরের ওভার করেন আইপিএল খেলে আসা মোস্তাফিজুর রহমান। দুজনে রিয়াদের ভরসায় প্রতিদানে দিতে পারেননি।

তৃতীয় ওভারে সাইফউদ্দিনের হাতে বল তুলে দেন রিয়াদ। সাইফ ঠিকই তার প্রতি ভরসার প্রতিদান দিয়েছেন। ওই ওভারের চতুর্থ বলে স্কটিশ ওপেনার কাইল কোয়েটজারকে ক্লিন বোল্ড করেন তিনি। আউট হওয়ার পূর্বে ৭ বল খেলে কোনো রানই তুলতে পারেননি এই ওপেনার।

আর ইনিংসের অষ্টম ওভারের খেলায় বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম ওভারেই দুই স্কটিশ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান টাইগার অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। তার বলে ২৯ রানে জর্জ মুনশি এবং ১২ রানে ফেরেন ম্যাথু ক্রস।

মেহেদির পর বল হাতে জোড়া উইকেট নেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। ২ রানে রিচি বেরিংটনকে ০ শূন্যরানে ফেরান মিচেল লেস্ককে। পরের ওভারেই কালম ম্যাকলিওডকে ৫ রানে আউট করেছেন মেহেদি।

মাত্র ৫৩ রানে ৬ উইকেটে হারিয়ে চাপেই পড়ে স্কটল্যান্ড। এরপর সপ্তম উইকেট জুটিতে মাক্র ওয়াটকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ক্রিস গ্রেভস। ১৭ বলে ২৫ রান করেন ওয়াটকে ফেরান তাসকিন আহমেদ। আর ক্রিস গ্রেভস ফিরেছেন ২৮ বলে ৪৫ রানে। আর ৮ রানে ফেরেন জস ডেভয়। এছাড়া ৮ রানে সাফইয়ান শরিফ এবং ১ রানে হোয়েল অপরাজিত থাকেন।

এদিকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন শেখ মেহেদি হাসান। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। আর একটি করে উইকেপ নেন তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা