বিশ্বকাপের মূলপর্ব শুরু হচ্ছে আজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২১, ০৭:৪৫
অ- অ+

দেখতে দেখতে শেষ হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বের খেলা। নিজ নিজ যোগ্যতায় প্রথমপর্ব থেকে সুপার টুয়েলভে উঠে এসেছে চারটি দল। এই চার দলসহ মোট ১২টি দল নিয়ে আজকে থেকেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের মূলপর্বের খেলা। সেরা বারোর লড়াইয়ের প্রথমদিনে মোট দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।

আবুধাবিতে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। আর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। জি টিভি এবং টি স্পোর্টসে ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করা হবে।

অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মোট ১৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে জয়ের হারটা অস্ট্রেলিয়ারই বেশি। ৭টি ম্যাচে হারের বিপরীতে ১১টিতেই জিতেছে অজিরা। কিন্তু আইসিসি কর্তৃক প্রদত্ত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা। ২৫০ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে দুই ধাপ পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ২৪০।

এদিকে রাত ৮টার ম্যাচে মুখোমুখি হওয়া ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে এগিয়ে রাখা যাচ্ছে না কাউকেই। কেননা র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড দল ঢের এগিয়ে থাকলেও পরস্পরের মুখোমুখিতে ইংলিশদের পেছনেই রেখেছে ক্যারিবিয়ানরা।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রদত্ত র‌্যাঙ্কিংয়ে ২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে ইংল্যান্ড। অন্যদিকে ২৩৪ রেটিং নিয়ে নয় নম্বরে অবস্থান উইন্ডিয়ানদের। কিন্তু দুদলের মুখোমুখিতে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১টিতে জিতেছে ক্যারিবীয়রা। বাকি ৭টিতে জয় ইংল্যান্ডের।

আবার টি-টোয়েন্টি ফরম্যাট মানেই যেন ওয়েস্ট ইন্ডিজের জয় জয়কার। এখন পর্যন্ত ছয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দুইবারের চ্যাম্পিয়ন কাইরন পোলার্ডরা। অন্যদিকে একবার ফাইনাল জিতেছে ইংল্যান্ড দল।

উল্লেখ্য, প্রথমপর্বের খেলা শেষে দুই গ্রুপ থেকে মোট চারটি দল সুপার টুয়েলভে উঠে এসেছে। গ্রুপ ‘এ’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের মধ্যে সবকটিতেই জয় পেয়েছে একবারের চ্যাম্পিয়নরা। ওই গ্রুপে রেকর্ড গড়ে সেরা বারো উঠেছে প্রথমবার বিশ্বকাপ খেরতে আসা নামিবিয়াও।

আর গ্রুপ ‘বি’ তে গ্রুপসেরা হয়েছে স্কটল্যান্ড, রানারআপ বাংলাদেশ। তিন ম্যাচে তিনটিতেই জিতেছে স্কটিশরা। অন্যদিকে গ্রুপসেরা স্কটিশদের কাছে হারলে তিনে ম্যাচে দুটিতে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারী দলটি।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা