লঞ্চের কেবিনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২১, ১৪:২০| আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৫:৪৩
অ- অ+

পটুয়াখালীতে ঢাকা-পটুয়াখালীর এমভি সম্রাট-৭ লঞ্চের স্টাফ কেবিন থেকে তালাবদ্ধ অবস্থায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, এমভি সম্রাট-৭ পটুয়াখালী লঞ্চ ঘাটে এলে সকল যাত্রী লঞ্চ থেকে নামেন। কিন্তু একটি স্টাফ কেবিন বাইরে থেকে তালাবদ্ধ থাকায় লঞ্চ স্টাফদের সন্দেহ হয়। পরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে তালা ভেঙে লাশটি উদ্ধার করে।

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। নাম-পরিচয় শনাক্তের জন্য সিআইডি, পিবিআই ও জেলা পুলিশ কাজ করছেন। পরিচয় পাওয়া গেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা