‘নির্মাণ ত্রুটির কারণে এমএ মান্নান ফ্লাইওভারে ফাটল’

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২১, ২২:১৮
অ- অ+

নির্মাণ ত্রুটির কারণে বহদ্দারহাট এমএ মান্নান ফ্লাইওভারের দুটি পিলারে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার বহদ্দারহাটে ফ্লাইওভারের পিলারের ফাটল পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেন।

মেয়র বলেন, ‘ফ্লাইওভারটি নির্মাণকাজ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। পিলারে ফাটলের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সিডিএকে আজকেই চিঠি দেয়া হবে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেভাবে ফাটলটা সৃষ্টি হয়েছে তা দেখে আমি হতবাক হয়েছি। এর আগেও এই ফ্লাইওভারের গার্ডার ধসে কয়েকজন মারা গেছে।’

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘ফ্লাইওভারটি কী কারণে ফাটল দেখা দিয়েছে তা বিস্তারিত তদন্ত করে বলা যাবে। যেসব ঠিকাদার ফ্লাইওভারটি নির্মাণ করেছে তাদের ত্রুটি আছে কি না তা খুঁজে বের করবে সিডিএ। আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব।’

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা