ইউপি নির্বাচনের সময়ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২১, ১৬:৫৬

দেশে এখনও করোনা আছে। বর্তমানে সারা দেশেই ইউপি নির্বাচন হচ্ছে বা কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হবে। তাই ইউপি নির্বাচনের মাধ্যমে যাতে করোনা সংক্রমণ বৃদ্ধি না পায় তার জন্য সবাইকেই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে সাটুরিয়া উপজেলার এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, যারা এখনও করোনার টিকা নেননি তারা দ্রুত টিকা নিয়ে নিবেন। ১৮ বছরের ঊর্ধ্বে সবার জন্য করোনার টিকার ব্যবস্থা করা হয়েছে। যারা ভোটার হননি তাদের জন্যও বিকল্পভাবে টিকা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ১২-১৭ বছরের শিশুদের টিকা দেওয়া হচ্ছে।

বাংলাদেশে এখন মৃত্যুর হার অনেক কম উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এখনও আমেরিকাতে দিনে প্রায় দুই হাজার লোক মারা যাচ্ছে। রাশিয়া, ইউরোপ ও ভারতেও মৃত্যুর হার অনেক বেশি।’

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা উল্লেখ করে জাহিদ মালেক বলেন, প্রার্থী সিলেকশনের পরে তাদের বিরোধিতা বরদাস্ত করা হবে না। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী নৌকা নয়, যারা দেশ ও স্বাধীনতার বিপক্ষে তারা আমাদের বিরোধী। নিজেরা নিজেদেরকে বিরোধী না ভেবে দল যাকে মনোয়ন দেয় তার পক্ষে কাজ করার আহ্বানও জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিরোধী দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বিরোধীরাই শায়খ আব্দুর রহমান সৃষ্টি করেছিল। গ্রেনেড হামলা করে, তারাই সিরিজ বোমা মারে। মন্দিরে হামলা ও লুটপাট করল। তখন দেশে শান্তি থাকে না। উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই উন্নয়ন ও শান্তিতে থাকার জন্য আমাদের পাশে থাকুন।’

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম আপেল প্রমুখ।

সভায় সাটুরিয়া উপজেলার নয়টি ইউপি চেয়ারম্যান, সব ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও উপজেলার ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

পরিচিত যেসব খাবার ফুসফুসের সুস্থতার জন্য মহৌষধ

দেশে প্রয়োজনের তুলনায় নার্সের ঘাটতি ৩ লাখ ১২ হাজারের অধিক

‘বাত ব্যথার উপযুক্ত চিকিৎসা না করলে ঝুঁকিতে পড়বে জীবন’

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬ জন

কিডনি নষ্ট হচ্ছে গোপনেই! যেসব লক্ষণ দেখলে মোটেই অবহেলা নয়

দেশে ‘লং কোভিড’ নিয়ে বড় পর্যায়ের গবেষণার তাগিদ

দেশে অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া জানতে জরিপ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ: প্রতিরোধে প্রয়োজন দুই বাহকের বিয়ে বর্জন

শিবনারায়ণ দাশের চোখে আলো দেখছেন মশিউর-আবুল কালাম

মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :