আমরা ফিরে আসবো: উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২১, ১৫:৫৯
অ- অ+

আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে ২০১৫ সালের পর থেকে গত ছয় বছরে চারবার ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। এর মাঝে লাল বলের বিশ্বসেরা হলেও তিনবারের চেষ্টায়ও সাদা বলের সেরাদের মুকুট উঠেনি কিউইদের মাথায়। টি-টোয়েন্টি ক্রিকেটের বৈশ্বিক আসরে রবিবার অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ হাতছাড়া হয়েছে ব্লাক ক্যাপসদের। তবে আবারও ফিরবে কিউইরা, আরো কঠিন হয়ে— এমনই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

অজিদের কাছে ৮ উইকেটে হারার পর সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক জানালেন শিরোপা খোয়া গেলেও সে তার দলের পারফর্ম্যান্স নিয়ে খুশি। আগামীতে আরো কঠিন হয়ে ফেরার বার্তা দিয়ে উইলিয়ামসন বলেছেন, ‘এই দল নিয়ে আমি তৃপ্ত। দলের জন্য নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে প্রত্যেকে অঙ্গীকারাবদ্ধ ছিলো। সাহসী হৃদয়ে খেলেছে। তবে এই হারের ইতিবাচক দিকগুলো নিয়ে আমরা ফিরে আসবো।’

রঙ্গিন পোশাকের ক্রিকেটের টানা তিন বিশ্বকাপ হারার পর তিনি জানালেন জয়-পরাজয় নিয়ে ভাবছেন না তিনি। বরং পুরো আসরে ভালো খেলার কারণে দারুণ গর্বিত এই কিউই অধিনায়ক। ‘আমাদের কাজই খেলা। খেলতে গেলে হার জিত থাকবেই। হারের মতো বিষয়টি যে কোনো দিনই ঘটতে পারে। পুরো টুর্নামেন্টে আমরা যেমন ক্রিকেট খেলতে পেরেছি, এর জন্য আমরা গর্বিত।’

তবে ম্যাচ হেরেও অস্ট্রেলিয়ানদের প্রশাংসায় ভাসিয়েছেন ব্লাক ক্যাপস অধিনায়ক। তবে ম্যাচে জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দেওয়ার ক্ষেত্রে টস একটা ফ্যাক্টর ছিলো বলেও মনে করেন উইলিয়ামসন। ‘টসের ভূমিকা ছিল। কিছুটা শিশির পড়েছিল। অস্ট্রেলিয়া ফাইনালে অসাধারণ খেলেছে। জয়ের কৃতিত্ব তাদের।’

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা