মানিকগঞ্জে আ.লীগের ১১ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৭:৫৭ | প্রকাশিত : ২২ নভেম্বর ২০২১, ১৭:৫১

মানিকগঞ্জের সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সাত ইউনিয়নের ১১ জনকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন- মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আখতার উদ্দিন আহমেদ রাজা, সদর উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসমত আলী, সদর উপজেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সদর উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাফর ইমাম শাহাজাদা, মানিকগঞ্জ সদর থানা কৃষক লীগের সাবেক আহ্বায়ক আব্দুল হামিদ (চান্দু দারোগা), জেলা সড়ক ও পরিবহন শ্রমিক লীগের সভাপতি সোহেব আহমেদ রাজা, ভাড়ারিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল কাদের, বেতিলা-মিতরা ইউনিয়ন আ.লীগের সাধারণ সদস্য ফারুক আহমেদ ফিলিপ, দিঘী ইউনিয়ন আ.লীগের সদস্য নুসরাত ইসলাম নুপুর, হাটিপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সদস্য মিজানুর রহমান মজনু, আটিগ্রাম ইউনিয়ন আ.লীগের সাধারণ সদস্য নার্গিস আক্তার বাচ্চা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির নির্দেশ মোতাবেক মানিকগঞ্জ সদর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা মোতাবেক ওই ১১ জনকে বহিষ্কার করা হয়, যা আজ থেকে কার্যকর হবে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :