বাবার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সায়মন

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২১, ২০:৪০
অ- অ+

রাজনৈতিক পরিবারের সন্তান চিত্রনায়ক নায়ক সাইমন সাদিক। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এ অভিনেতার বাবা। আর এই নির্বাচনে বাবার প্রচারণায় ব্যস্ত রয়েছেন তিনি।

কখনো মাইক্রোফোন হাতে পথ সভায় বক্তৃতা দিচ্ছেন, আবার কখনো বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দোয়া ও ভোট চাইছেন।

সাইমনের বাবা মো. সাদেকুর রহমান এবার কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী।

বাবাকে বিজয়ী করার লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করছেন অভিনেতা সাইমন। নির্বাচনী এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। বাবার পক্ষ থেকে ভোট চাইছেন।

বাবাকে নির্বাচনে জয়ী করতে তার প্রাণান্তকর চেষ্টা অনেকের নজর কেড়েছে। তার সরব উপস্থিতি ভোটের উৎসবে বিভিন্ন বয়সের নারী-পুরুষের কাছে ভিন্ন এক আনন্দের উপলক্ষ তৈরি করেছে।

সকাল থেকে রাত পর্যন্ত এলাকার ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছেন, উঠান বৈঠক, পথসভা ও মিছিল-মিটিং করছেন সাইমন।

এলাকার মানুষও তাকে কাছে পেয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে কাজ করছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যাতে মানুষের এই ভালোবাসার মূল্য দিতে পারেন।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা