আয়ার-জাদেজার ব্যাটে বড় সংগ্রহের পথে ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২১, ২০:৩২| আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ২০:৩৭
অ- অ+

কারপুরে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছে স্বাগতিক ভারত। অভিষিক্ত শ্রেয়াস আয়ার এবং দলীয় অলরাউন্ডার রবিন্দ্রো জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে বড় সংগ্রহের পথেই এগোচ্ছে আজিঙ্কা রাহানেরা। প্রথম দিনশেষে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করেছে ভারত।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক আজিঙ্কা রাহানে। ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে টিম সাউদির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন মায়াঙ্ক আগারওয়াল। ব্যক্তিগত খাতায় তুলেন ১৩ রান।

এরপর অবশ্য পিছু ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। আরেক ওপেনার সুবমান গিল আউট হওয়ার আগে ব্যক্তিগত অর্ধশতক ঠিকই পূর্ণ করেছেন। কিউই পেসার কাইল জেমিসনের বলে বোল্ড হওয়ার আগে করেন ৫২ রান। এরপর ব্যক্গিত ২৬ রানে চেতেশ্বর পূজারা এবং ৩৫ রান করে আউট হন অধিনায়ক রাহানে।

১৪৫ রানে ৪ উইকেটে হারালে কিছুটা চাপ অনুভব করে স্বাগতিকরা। তাই ম্যাচ ধরে খেলার জন্য অভিষিক্ত শ্রেয়াস আয়ারের সঙ্গী হিসেবে রবিন্দ্রো জাদেজা পাঠায় দল। এ সময় পঞ্চম উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাট করতে থাকেন তারা দুজন। দিনশেষ হওয়ার আগ পর্যন্ত দুজন মিলে তুলে অপ্রতিরোধ্য ১১৩ রানের জুটি।

দুজন ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন। নিজের অভিষেক ম্যাচে ১৩৬ বল খেলে সাতটি চার এবং দুটি ছয়ের সুবাদে ৭৫ রানে অপরাজিত থাকেন আয়ার। অন্যদিকে ১০০ বল খেলে ৫০ রানে অপরাজিত রয়েছেন জাদেজা।

দিনশেষে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন কাইল জেমিসন। অন্য উইকেটটি টিম সাউদির।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা