সাগরিকায় দ্বিতীয় দিনে টাইগারদের প্রাপ্তি শূন্য

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২১, ২০:৩১| আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২০:৩৫
অ- অ+

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের পুরোটা হতাশায় কাটল বাংলাদেশের। দুর্দান্ত প্রথম দিনের পর এদিন লাঞ্চের আগে মাত্র ৭৭ রানে টাইগারদের গুটিয়ে যাওয়া; এরপর পাকিস্তানি দুই ব্যাটার আবদুল্লাহ শফিক ও আবিদ আলীর ছড়ি ঘোরানো। তাতেই বাংলাদেশিদের ব্যর্থতায় ডুবিয়ে দিনটা নিজেদের করে নিয়েছে সফরকারীরা।

সাগরিকায় শনিবার শুরুটা মোটেও ভালো যায়নি বাংলাদেশ দলের। প্রথম দিন অবিচ্ছিন্ন থাকা লিটন-মুশফিক জুটি শুরুতেই ভেঙেছেন হাসান আলী। এরপর পাকিস্তানি এই পেসার তুলে নিয়েছেন আরও তিন উইকেট। তাতেই বড় স্কোর গড়তে টাইগার ব্যাটাররা ব্যর্থ হন। এদিন মাত্র ৭৩ রান তুলতে বাকি ৬ উইকেট হারায় বাংলাদেশ। পরে নিজেদের ইনিংসে রেকর্ড জুটি গড়ে ১৪৫ রানে অপরাজিত রয়েছেন পাকিস্তানি দুই ওপেনার। আর তাতেই শুরুর ব্যর্থতার পর পুরো দুটি সেশন খেলেও প্রাপ্তির খাতাটা শূন্যই থাকল টাইগারদের।

তবে পাকিস্তানের ব্যাটারদের ফেরাতে না পারার ব্যর্থতার পরও বাংলাদেশি বোলারদের পক্ষে থাকছেন সেঞ্চুরিয়ান লিটন দাশ। তিনি বলেন, ‘আপনি কিভাবে বাজে বোলিং লাইন আপ বলতে পারেন? যে কয়টা বোলার খেলছে সবাইতো টেস্ট বোলার। এবাদত, রাহি এরা দুজনেই টেস্ট বোলার এবং অনেক উপকারও করেছে, সাহায্য করেছে, উইকেটও নিয়েছে। তাইজুল, মিরাজকে নিয়েতো সন্দেহই নেই। তো এখানে বাজে বোলিংয়ের তো কিছু নেই।’

তবে লিটন মানুক আর নাই মানুক, টাইগার বোলারদের বাজে দিন ছিল এটা। টেস্টে দুর্দান্ত খেলে অভিষেকেই ফিফটি করে অপরাজিত রয়েছেন আবদুল্লাহ শফিক। অন্যদিকে ৯৩ রানে ব্যাটিং করা আবিদ আলি রয়েছেন শতকের অপেক্ষায়। আগামীকাল সকালে রেকর্ড রান জুটি গড়ে অবিচ্ছিন্ন থেকে দিন শুরু করবেন আবিদ আলি ও আবদুল্লাহ শফিক।

এমন ব্যর্থ দিনের জন্য অবশ্য নিজেদেরও দায়ী করছেন লিটন। তবে তিনি মনে করেন এখনই টেস্টের ফল বলার সময় আসে নাই। ‘এখন ফলের দিকে চিন্তা করা যাচ্ছে না। আমি আগেও বললাম আমি ও মুশফিক ভাই যদি আরেকটু ভালো ব্যাটিং করতাম তাহলে ৪০০-৪৫০ রান থাকত। তাহলে ভিন্ন সিনারিও থাকতো। আবার বোলিংয়ে ২-৩ উইকেট নিতে পারতাম তাহলে সিনারিও ভিন্ন হতে পারত। তবে এখনও খেলা দুই পক্ষে আছে।’

লিটন আরও বলেন, ‘যদি বোলিংয়ে ওদের ২-৩ উইকেট নিতে পারতাম, তাহলেও ভিন্ন কিছু হতে পারত। তবে এখনও খেলা দুই দলের দিকেই আছে। আমরা কাল সকালেই ওদের ২-৩ উইকেট নেওয়ার চেষ্টা করব।

আবদুল্লাহ শফিক ও আবিদ আলির অবিচ্ছিন্ন ১৪৫ রানের জুটিতে দারুণ অবস্থায় থেকে দিন শেষ করেছে পাকিস্তান। দ্বিতীয় দিনের খেলা শেষে তারা এখনও বাংলাদেশ থেকে ১৮৫ রান পিছিয়ে আছে। আগামীকাল রবিবার টেস্টের তৃতীয় দিনে অবিচ্ছিন্ন থেকে মাঠে নামবেন তারা।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা