নিউ ইয়র্কে ঢালিউডের ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ১৬:১১| আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৬:২৯
অ- অ+

আমেরিকার নিউইয়র্ক শহরে প্রতি বছরে মতো এবারো আগামী ৪ ডিসেম্বর ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে। এজন্য ঢালিউডের জনপ্রিয় অনেক তারকা খুব শিগগিরই নিউইয়র্ক যাচ্ছেন। তালিকায় আছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী, শাকিব খানসহ অনেকেই।

এরমধ্যেই শাকিব ও মৌসুমীসহ আরও কিছু শিল্পী বর্তমানে অবস্থান করছেন আমেরিকায়। তারা সেখান থেকেই ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেবেন।

বাংলাদেশ থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন চঞ্চল চৌধুরী, শবনম বুবলী, বিদ্যা সিনহা মিম , ববি, বাপ্পি চৌধুরী, ফারিয়া শাহরিন, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বিরসহ আরও অনেক শিল্পী।

চিত্রনায়িকা শবনম বুবলী বলেন, ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে। নিজের সিনেমার কিছু গানে পারফর্ম করব। সপ্তাহ খানেক থাকব আমেরিকায়।’

তবে এর মধ্যে অনেক তারকা ভিসা এখনো হাতে আসেনি। তাই নিশ্চিত করে তারা বলতেও পারছেন না যাওয়ার বিষয়ে। তাদের ভাষ্য, ‘ভিসা পেলেই উড়াল দেব অনুষ্ঠানটির জন্য।’

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা