মদের বোতল নিয়ে ভাইরাল হওয়া সেই প্রার্থীর জয়

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ২২:৩১
অ- অ+

মদের বোতল নিয়ে ভাইরাল হওয়া সেই ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম ক্বারী। নিজাম ক্বারী উছমানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং কুলিয়ারচর শহর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউপি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

নির্বাচনের তফসিল ঘোষণা পরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিজাম ক্বারীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এই ভিডিওতে দেখা যায়, মনের সুখে নিজাম ক্বারীকে গান গাইতে দেখা যায়। এসময় তার সামনে একটি মদের বোতল ছিল।

গত ২৮ নভেম্বর কুলিয়ারচর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবকয়টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত পাঁচ প্রার্থী জয়ী হয়েছেন।

এ বিষয়ে নবনির্বাচিত উসমানপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী নিজাম ক্বারী বলেন, আমার প্রতিপক্ষের লোকজন নির্বাচনে আমাকে পরাজিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়েছিল, কিন্ত আমার এলাকার ভোটারা আমাকে বিশাল ভোটে জয়ী করে তাদের অপ্রচারের সঠিক জবাব দিয়েছেন বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা