রাস্তায় দুর্ভোগ কমিয়ে প্রশংসায় ভাসছ্নে নতুন চেয়ারম্যান

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২১, ১৯:০৬
অ- অ+

কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কের শুলকুর বাজার এলাকার নির্মাণাধীন সেতুর বিকল্প রাস্তায় চলাচলের দুর্ভোগে পড়েছে পাঁচ ইউনিয়নের মানুষ। এসব মানুষের যাতায়াতের দুঃখ দুর্দশা দেখে এগিয়ে এলেন পাঁচগাছী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার। নিজের মাথায় মাটির ডালি নিয়ে রাস্তা সংস্কারে কাজ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসায় ভাসছেন তিনি।

শনিবার দুপুরে দলীয় নেতাকর্মী নিয়ে নির্মাণাধীন সেতুর বিকল্প রাস্তা সংস্কার করার এমনি চিত্র দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজারের নির্মানাধীন সেতুর বিকল্প রাস্তা ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে নিকটবর্তী ৫ ইউনিয়নের হাজার হাজার পথচারী। নিত্য দিনে পথচলা মানুষের কাঙ্ক্ষিত যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা দেখে চরমোনাই মনোনীত ওই ইউনিয়নের নব নির্বাচিত চেয়্যারম্যান আব্দুল বাতেন সরকার নেতাকর্মীদের নিয়ে নিজেই মাটি কাটার কাজে নেমে পড়েন। দীর্ঘক্ষণ ধরে অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে রাস্তাটি চলাচলের উপযোগী করেন তিনি।

স্থানীয় আমিনুল ইসলাম বলেন, পাঁচগাছি নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাতেন ভাই যে কর্মীসহ ভাঙ্গা রাস্তার কাজটি নিজেই করলেন মানুষের খুবই উপকার হলো। দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখে।

এ বিষয়ে চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, এই রাস্তায় যাতায়াতকারী মানুষের খুবই সমস্যা। তাই আমার দলের মোজাহিদ ভাইদের নিয়ে চলাচলের জন্য উপযোগী করেছি মাত্র।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা